Subject, Object & Complement এর পরিচয় এবং চেনার উপাই

Verb কে যদি [ কে বা who ] দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় তাই Subject । Subject এর পজিসন ম্যাক্সিমাম টাইম বাক্যের শুরুতে থাকে।

Subject, Object & Complement এর পরিচয় এবং চেনার উপাই

Subject

Verb কে যদি [ কে বা who ] দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় তাই Subject ।

Subject এর পজিসন ম্যাক্সিমাম টাইম বাক্যের শুরুতে থাকে।

আমি Example দিই তাহলে আপনারা বুঝতে পারবেন।

আমি বললাম Nabil goes to school. / নাবিল স্কুলে যায়।

এখন আমি যদি প্রশ্ন করি কে স্কুলে যায় তাহলে উত্তর পাচ্ছি নাবিল।

তাহলে এই Nabil টা হলো Subject

আমি যদি বলি He eats rice / সে ভাত খাই 

তাহলে কে ভাত খাই তাহলে He 

তাহলে He হলো Subject

তাহলে Verb কে  কে দ্বারা প্রশ্ন করলে যেটা পাচ্ছি আমরা সেটাই হচ্ছে Subject ।

Subject টা অধিকাংশ সময় বাক্যের শুরুতে থাকে।

এখন প্রশ্ন হলো Subject কি সবসময় Verb এর শুরুতে থাকে? 

না অনেক সময় Verb এর পরেও থাকতে পারে।

তাহলে সেটা কিভাবে থাকে দেখেন আমি দুইটা Example দিচ্ছি।

There is a book on the table

There are many books on the table

লক্ষ্য করুন এখানে দুইটা বাক্যের শুরুতেই There ছিল কিন্তু Verb একটাতে আছে is আর আরেকটিতে আছে are এখন প্রশ্ন হলো There অনুযায়ী কি verb বসেছে? না তাহলে এখানে তো There অনুযায়ী verb তো একই হওয়ার কথা ছিল। তাহলে এখানে subject there না । এখানে there টা হলো ইনইন্টাডোকটোরি there বা এটা subject না। যার কারনে verb এর পরিবর্তন হয় সেটাই হলো subject ।

তাহলে প্রথম sentence টিতে আমরা দেখতে পাচ্ছি There is a book on the table টেবিলের উপর একটি বই আছে। দেখুন একটি বই এজন্য Verb is হয়েছে। কিন্তু আমি যদি বলি There are many books on the table তাহলে many books এখন subject এজন্য verb is না হয়ে are হয়েছে। তাহলে এই দুইটা sentence  দেখা যাচ্ছে Subject কিন্তু verb এর পরে। তাহলে Subject এর একটা নতুন বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে যার কারনে Verb এর পরিবর্তন হয় সেটাই হচ্ছে Subject ।

আমি আরও দুইটি Example দিই, আমি বললাম Here is he তাহলে এখানে Subject কিন্তু Here না। এটাকে বলা হয় Introductory Here আর আরেকটা যদি sentence বলি আমি Here are they. একটা হলো Here is he আরেকটা হলো Here are they এখন প্রশ্ন হলো এখানে কিন্তু প্রথমে Subject কিন্তু Here না যদি Here হতো তাহলে দুইটাই তো verb সেইম হতো কিন্তু একটাতে is  আরেকটা তে are তাহলে বুঝায় যাচ্ছে এখানে Subject আসলে Here না, Here টা হচ্ছে Introductory Here. আচ্ছা এখানে Subject প্রথম sentence এ হলো he এজন্য verb is হয়েছে আর পরের sentence এ subject they তাই verb are হয়েছে। তাহলে আমরা যা দেখলাম তা হচ্ছে subject সবসময় verb এর আগে থাকে তা না পরেও থাকতে  পারে। তাহলে subject সমপর্কে যদি বলি তাহলে Subject হলো verb কে কে দ্বারা প্রশ্ন করার পর যেটা পাওয়া যায় সেটাই হলো Subject. এবং subject অধিকাংশ সময় verb এর আগে থাকে কিন্তু Here There is এর ক্ষেত্রে v erb এর পরেও থাকতে পারে। অর্থাৎ যার কারনে verb এর পরিবর্তন হয় verb singular and plural হয় সেটাই হলো Subject ।

Object

এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো object.

object বাংলায় যেটাকে বলা হয় কর্ম আর subject কে বলা হয় কর্তা। বাংলায় object অর্থ কর্ম আর subject অর্থ কর্তা।

এই object দুই ধরনের হয় একটা কে বলা হয় Direct Object আর আরেকটা কে বলা হয় Indirect Object.

1. Direct Object- বস্তবাচক

2. Indirect Object- ব্যক্তিবাচক

Object বাক্য থেকে আমরা কিভাবে বের করবো? খুবই সহজ Verb কে যদি কি (what) এবং কাহাকে (whom) দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় তাই হলো Object.

এখন দেখেন আমি একটা Example দিচ্ছি   I like Rahim প্রশ্ন করেন আমি কাকে পছন্দ করি। কাকে, কাকে দিয়ে প্রশ্ন করেন আমি কাকে পথন্দ করি Rahim কে। 

I like Rahim আমি কাকে পছন্দ করি Rahim কে। তাহলে এ Rahim হলো একটা Object এখন বলেন এ Rahim কি বস্তবাচক নাকি ব্যক্তিবাচক Object ? এটা হলো ব্যক্তিবাচক। যখন ব্যক্তিবাচক হবে তখন সেটাকে বলা হয় Indirect Object ।

এবার আমি যদি বলি I like mango প্রশ্ন করেন তো আমি কি পছন্দ করি? আমি আম পছন্দ করি। উত্তর পাই আম mango তাহলে i like mango এই mango টা হলো Object. এটা কে আমি প্রশ্ন করেছি কি দ্বারা তাহলে কি দ্বারা প্রশ্ন করলে Object বের হয়। কাকে দিয়েও প্রশ্ন করলেও Object বের হয়। প্রশ্ন হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে বস্তুবাচক object বের হয় আর কাকে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক Object বের হয়। তবে দুইটাই Object একটা বস্তুবাচক আর একটা ব্যক্তিবাচক। যদি বস্তুবাচক হয় তাকে বলা হয় Direct Object আর ব্যক্তিবাচক হলে তাকে বলা হয় Indirect Object.  

আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে Object হচ্ছে Verb কে কি এবং কাহাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাই হলো Object. এবং Object ব্যক্তি হতে পারে আবার বস্তুও হতে পারে।

Complement

এই Complement টা আসলে কি? দেখেন যদি Subject আর Object একই ব্যক্তিকে নির্দেশ করে সেটাই হচ্ছে Complement. যেমন দেখেন আমি যদি বলি

He is Rahim তাহলে দেখেন যিনি Rahim তিনিই কিন্তু He দুজনেই Rahim যে ব্যক্তি He ও একই ব্যক্তি এই এটা হচ্ছে Complement.

এবার আসেন Complement কিন্তু আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে Subject Complement আর একটা হচ্ছে Object Complement. দেখেন Subject Complement টা কি রকম এই যে আমি বললাম, He is Rahim এই Rahim টা নির্দেশ করেছে He Subject কে এজন্য He যিনি Rahim ও তিনি এটাই হচ্ছে Subject Complement.

এখন আমি যদি বলি We elected Rahim captain তাহলে প্রশ্ন করেন আপনি? আমরা Rahim কে captain নির্বাচিত করেছিলাম। এখন যিনি Rahim তিনিই কিন্তু কি Captain দুজনেই একই যিনিস কে বুঝাচ্ছে। দুইটাই শব্দ একই ব্যক্তিকে নির্দেশ করছে । তাহলে এটাও Complement কিন্তু এখানে দেখেন We elected Rahim captain তাহলে এখানে কিন্তু We কে নির্দেশ করছে না। এখানে Captain টা নির্দেশ করছে Rahim কে। তাহলে  We elected Rahim আমরা কাকে নির্বাচিত করলাম Rahim কে তাহলে Rahim একটা Object. এখন এই Captain শব্দটা Object কে নির্দেশ করছে এই জন্য এটা হবে Object Complement.

তাহলে Complement দুই ধরনের একটা হলো Subject Complement আর একটা হলো Object Complement. কিন্তু Complement বলতেই একই জিনিস কে বুঝাবে দুইটা Subject আর Object অথবা Object আরেকটা Word এর সাথে একই জিনিসকে বুঝাবে। 

আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে যা শিখলাম সেটা হলো Subject কি, Object কি এবং Complement কি? এটার বিস্তারিত।

Subject হচ্ছে Verb কে কে দ্বারা প্রশ্ন করলে আর Object হচ্ছে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে আর Complement হলো Subject ও Object একই জিনিস কে নির্দেশ করবে, দুইটা জিনিস যদি একই ব্যক্তি বা বস্তু কে নির্দেশ করে সেটাই হচ্ছে Complement.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow